নোটিশ
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুর।
সংবিধান সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি
তারিখ: ১৬/০৬/২০২০
এতদ্বারা বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুর এর সকল আজীবন ও সাধারণ সদস্যদের জানানো যাচ্ছে যে, আপনারা অনেকে অবগত আছেন গত ৩০/০৫/২০২০ তরিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির সংবিধান সংশোধন বিষয়ে আলোচনায় প্রস্তাবিত সংবিধান সংশোধনী গৃহীত হয়নি এবং সভায় উপস্থিত সদস্যদের দাবীর প্রেক্ষিতে সকলের নিকট সমিতির বর্তমানে চালু ও প্রস্তাবিত/সংশোধনী সংবিধান প্রেরণের কথা বলা হয়, যেন সকলে পর্যবেক্ষণ করে মতামত দিতে পারেন এবং সকলের মতামত প্রাপ্তি অন্তে সংবিধান সংশোধন করা হবে। তৎপেক্ষিতে সমিতির ওয়েব সাইট bnsbdinajpur.org-তে বর্তমানে চালু এবং প্রস্তাবিত/সংশোধিত সংবিধান আপলোড করা হলো। আপনাদিগকে উক্ত ওয়েব সাইটে বর্তমানে চালু ও প্রস্তাবিত/সংশোধিত সংবিধান পর্যবেক্ষণ করে আগামী ১৫/০৭/২০২০ ইং তারিখের মধ্যে সংবিধানের সংশোধন বিষয়ে মতামত ই-মেইলে: bnsbdinajpur@gmail.com অথবা লিখিতভাবে (হার্ড কপি) নিম্ন স্বাক্ষরকারী ও ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য ১৫/০৭/২০২০ তারিখের মধ্যে কোন মতামত না পাওয়া গেলে ধরে নেয়া হবে এ বিষয়ে আপনার সমর্থন রয়েছে।
ধন্যবাদান্তে-
ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুর
(গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল)
নিউটাউন, সদর, দিনাজপুর।
মোবা-০১৭১২২৯০১৮১
1. Download current constitution
2. Download proposed or ammended constitution
3. Download changed summarized constitution
|